বাউফল লক ডাউন; ৯ প্রতিষ্ঠানকে জরিমানা

বাউফল লক ডাউন; ৯ প্রতিষ্ঠানকে জরিমানা
এম অহিদুজ্জামান ডিউক,প্রতিনিধি বাউফল :পটুয়াখালী জেলার সাথে বাউফল উপজেলাকে লকডাউনের ঘোষনা করেছে বাউফল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ সোমবার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে প্রচারে উল্লেখ করা হয়েছে। সরজমিনে দেখা গেছে, উপজেলা প্রশাসনের এ ঘোষণা উপক্ষো করে কিছু অসাধু ব্যাবসায়ীরা চালাচ্ছেন তাদের বিকিকিন। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে ওয়ালটন শো রুম, সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনের রাকিব ইলেকট্রনিক, রাজধানী শো রুম, বাজার রোডের মোহন সাহার দোকান ও একাধিক কসমেটিক ও কাপড়ের দোকান, কুন্ডপট্টি এলাকার কাশারির দোকান, দালাল মার্কের একাধিক বস্ত্র ও জুতার দোকান সহ স্থানীয় একাধীক প্রভাবশালীদের ব্যবসা প্রতিষ্ঠানের একটি দরজা খুলে চলছে বেচাকেনা। নেই সেখানে কোন সামাজিক কিংবা শারীরিক দূরত্বের বালাই; নেই করোনা ভাইরাস আতঙ্ক ! অপরদিকে ডিলারদের মাধ্যমে পরিচালিত ওএমএস এর চাল বিক্রিতেও মানা হচ্ছেনা সামজিক দূরত্ব। আবার কিছু প্রতিষ্ঠান সরকারের এ সিদ্ধান্তকে সম্মান জানিয়ে তাদের প্রতিষ্ঠান বন্ধ রেখেছে। অপরদিকে উপজেলা প্রশাসন সূত্রে জানাগেছে, সামাজিক দূরত্ব বজায় রাখতে দিনের শুরতেই ইউএনও বাউফলের বিভিন্ন এলাকায় ঔষধ ও নিত্য প্রয়োজনীয় দোকান ব্যতিরেকে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখতে মাঠে কাজ করছেন। পাশাপাশি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৯ ব্যাক্তি ও প্রতিষ্ঠানকে জরিমানা ও করেছেন। এর মধ্যে পৌর শহরের দালাল মার্কেটে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকির হোসেন মোবাইল কোর্টের মাধ্যমে ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিচুর রহমান বালী কালাইয়া ইউপির ৬ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার পাঁচশত টাকা জরিমানা করেন। লকডাউনের প্রথম প্রহরে পৃথক ওই মোবাইল কোর্টে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ৩৯ হাজার টাকা জরিমানা করা হয়।